আহমদ ছফা নামটি স্বাধীন বাংলাদেশের একটি চর্চিত নাম। যে কয়জন মুসলিম লেখক বাংলা সাহিত্যে অবদান রেখেছেন, আহমদ ছফা তার ভিতর অন্যতম। তিনি বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রাজ্জাকের অধীনে পিএইচডি শুরু করলেও সেটা আর শেষ করেননি।
তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ, গবেষক ছিলেন। তার সৃষ্টি গুলো পাঠক মহলে বেশ আলোচিত এবং সমাদৃত। তার উল্লেখযোগ্য সৃষ্টি গুলো নিয়ে আজকের আলোচনা।
আহমদ ছফার অমর সৃষ্টি
এই অসাধারণ প্রতিভাধর ব্যক্তি কিছু অমর সৃষ্টি রেখে গেছেন তার জীবদ্দশায়। সেগুলো নিয়ে আজকে একটু জলঘোলা করা যাক।
১. গাভী বিত্তান্ত
আহমদ ছফার লেখা বই গাভী বিত্তান্ত একটি স্যাটায়ার উপন্যাস। এখানে লেখক হাস্যরসের মাধ্যমে সত্য তুলে ধরেছেন। ফলে বই পাঠক সমাজে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এটি মূলত একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে লেখা। এই আনকোরা স্বাদের উপন্যাস